শিরোনাম
◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের সঙ্গে লড়াইটা জমাতে পারলো না আয়ারল্যান্ডের নারী দল। টানা তিনটি ওয়ানডে ম্যাচ খেলে তিনটিতেই হেরে গেছে তারা। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো আয়ারল্যান্ড।

লার-সবুজের প্রতিনিধিরা ব্যাট-বলের নৈপুণ্যে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিলো। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও তারা ধরে রাখল ছন্দ। বোলারদের নৈপুণ্যের পর ফারজানা হক ও শারমিন আক্তারের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ইনিংস থামে ১৮৫ রানে। জবাবে ফারজানার ৬১ ও শারমিনের ৭২ রানের ওপর ভর করে ৭৫ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিন লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটিতে জয়ের ভিত পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ৯৬ রান করা শারমিন ফিরলে ভাঙে এই জুটি। এর আগে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।
সঙ্গীর বিদায়ের এক ওভার পর ফেরেন ফারাজানাও। সিরিজের টানা তিন ম্যাচেই ফিফটি হাঁকান এই ওপেনার।

এরপর আর কোনো উইকেট না হারিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি।
এর আগে বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রান তুলতে হিমশিম খেতে হয় আইরিশ ব্যাটারদের। অধিনায়ক গ্যাবি লুইস করেন ৫২ রান। তবে একশ রান তুলতেই তাদের অপেক্ষা করতে হয় ২৯তম ওভার পর্যন্ত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা অলআউট হয় ইনিংসের শেষ বলে। ফাহিমা খাতুনের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। আগামী বৃহস্পতিবার সিলেটে শুরু হবে দু’দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়