শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি প্রো লিগ, রোনালদোর জোড়া গোলে জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ দামাক লড়েছে ঠিকই, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে আল নাসরের প্রাণশক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যার পরনাই লড়ে দলকে জিতিয়েছেন। তার দুর্দান্ত জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। 

শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন পর্তুগিজ সুপারস্টার। এতে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে তার গোল ৪২টি।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙিতে খেলতে থাকে দু’দল। তবে দুদলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।

এক পর্যায়ে আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন দামাকের খেলোয়াড়রা। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়