শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেল্টা ভিগোয় হোঁচট খেলো বার্সেলোনা, আহত কোচ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিলো। এবার আরেক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোকেও হারাতে পারেনি। ড্র করে হারিয়েছে পয়েন্ট। দলের এমন পারফরম্যান্স মানতে পারছেন না কোচ হেনসি ফ্লিক।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। অথচ ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।

ম্যাচ শেষে চরম হতাশ হেনসি ফ্লিক কোনভাবেই মানতে পারছেন না এমন ফল,  এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিলো। আমরা যা চাই এটা মোটেও তেমন নয়। এটা আমাদের স্বাভাবিক ফুটবল নয়।

এক বছর পর প্রথম একাদশে জায়গা পাওয়া মিডফিল্ডার গাবি দায় দিচ্ছেন লাল কার্ডকে, খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিলো, কিন্তু লাল কার্ড প্রভাব ফেলেছে। তারা দুইটা মুভ থেকে দুইটা গোল করেছে। আমাদের এর থেকে শিখতে হবে।

এদিন খেলার ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। তবে ৮০ মিনিটের পর এক ঝড়ে বদলে যায় সব কিছু।

১০ জনের বার্সার জালে ৮৪ মিনিটে গোল দেন আলফানসো গুঞ্জেলাজ, ৮৬ মিনিটে সমতা আনেন হুগো আলভারেজ।

শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলাটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়