শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার গ্যাবায় বৃষ্টি বিঘিœত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৭ ওভারে। সেখানে অস্ট্রেলিয়ার দেওয়া ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬৪ রানে থেমেছে পাকিস্তান। স্বাগতিকদের জয়ের ব্যবধান ২৯ রান।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। ৭ ওভারের ম্যাচ হওয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের হয়ে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া গেøন ম্যাক্সওয়েল। ১৯ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২২৬.৩১ স্ট্রাইকরেটে ৪৩ রান করেন ডানহাতি এ ব্যাটার। এছাড়াও ৭ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন মার্কাস স্টয়ানিস।

পাকিস্তানের হয়ে ১ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ।

রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ৩.২ ওভারে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। একটা সময় মনে হচ্ছিল, ৭ ওভারের ম্যাচে অলআউট হতে যাচ্ছে পাকিস্তান। তবে তাদের সম্মান বাচিয়েছেন বোলিংয়ে ভালো করা আব্বাস আফ্রিদি। ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও ৬ বলে ১১ রান করেছেন শাহিন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জাভিয়ার বার্লেট ও নাথান এলিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়