শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের পিটার বাটলারই থাকছেন নারী ফুটবল দলের কোচ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দল থেকে কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ইংলিশম্যান কোচ পিটার বাটলার। এর পরই নড়েচড়ে বসেন বাফুফে কর্তারা। তার বাকি থাকা বেতনও পরিশোধ করে দেন। এ অবস্থায় বাটলার এখন নারী দলের কোচের দায়িত্বে বহাল থাকতে পারেন।

রোববার বাফুফে ভবনে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্রার কিরণ। নানা সীমাবদ্ধতার মধ্যেও মেয়েদের এই সাফল্যকে মিরাকল হিসেবে অভিহিত করেছেন তিনি। মেয়েদের সাফজয় নিয়ে কিরণ বলেন, 'আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সাফে যাওয়ার আগে সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে বলেছিলাম মেয়েরা গ্রুপ পর্বে ভালো করবে। এরপর সেমিফাইনালে ভালো করে ফাইনালে যাবে। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যাওয়া।

আমি আগেও বলে এসেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একার পক্ষে কিছু করা সম্ভব না। কারণ আমাদের যে অবকাঠামো নিয়ে সমস্যা রয়েছে। আমাদের নির্দিষ্ট কোনো মাঠ নেই, আপনারা খুব ভালো করে জানেন। আমরা ঠিকমতো অনুশীলন করতে পারি না। খেলব কোথায়? এইসব প্রতিবন্ধকতার মধ্যেও যে মেয়েরা টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে এটা আসলে মিরাকল।

কিরণ জানান, সাফ চলাকালীন সময়ে দলের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টি জানেন তিনি। ওই পরিস্থিতিতে খেলোয়াড় বা কোচ কারো কোনো কথা এখন আর মনে রাখতে চান না। তিনি বলেন, বাটলার (কোচ) চেয়েছিলেন জুনিয়র কয়েকজন ভালো করছে, তাদের খেলাতে। সিনিয়ররা যেটা পছন্দ করেনি, তারা খেলতে চেয়েছিল। এটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন মেয়েরা যে অভিযোগ করেছে কোচের বিরুদ্ধে, সেটা আমি তখনই সামলে নিয়েছি। আসলে মেয়েদেরটাও কাউন্ট করা (কথাগুলো গুরুত্ব দেওয়া) ঠিক না, কোচেরটাও নয়। 

জাতীয় দলের জন্য বাটলারকেই সেরা কোচ মনে করেন কিরণ। মেয়েদের ফুটবলের উন্নতিতে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি, কোচকে আমি বলেছি, আমার সঙ্গে বসে তোমার যে সিদ্ধান্ত সেটা জানাবে। আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা তাকে রাখতে চাই। অনেক ভালো কোচ তিনি। বাংলাদেশে এ যাবৎ যত কোচ এসেছে, তার মধ্যে সে সেরা কোচ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়