শিরোনাম
◈ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! ◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ  ◈ রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ সিরিজের পথেম টেস্ট জিততে পারবে কিনা তা বুধবার (২৩ অক্টোবর) পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশ লড়াই করছে ইনিংস হার এড়াতে। শুরুর বিপর্যয় সামলে ৩ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে প্রায় আধা ঘণ্টা আগে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ১০১ রানে। ৩৮ রানে জয় ও ৩১ রানে মুশফিক তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় ওভারেই সাদমান ইসলাম ও মুমিনুল হককে তুলে নেন কাগিসো রাবাদা।

প্রথম বলে সাদমান (১) ক্যাচ দেন শর্ট লেগে থাকা টনি ডি জর্জির হাতে। এরপর চতুর্থ বলে কোনো রান না করা মুমিনুল ক্যাচ দেন স্লিপে থাকা উইয়ান মুল্ডারের হাতে।

দ্বিতীয় ইনিংসে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তৃতীয় উইকেট শান্তকে নিয়ে জুটি গড়েন জয়। দারুণ সব শটে রানও তুলছিলেন বেশ ভালোই। তবে সেটিও দীর্ঘস্থায়ী হয়নি। অদ্ভূতুড়ে শট খেলতে গিয়ে শান্ত (২৩) আউট হলে ভাঙে ৫৫ রানের জুটি। কেশব মহারাজের বল এগিয়ে খেলতে এসে তালগোল পাকিয়ে এলবিডাব্লিউ হয়ে সাজঘরের পথ দেখেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর ক্রিজে এসেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন মুশফিক। ডেইন পিটকে বাউন্ডারি হাঁকিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাকিটা সময় কোনো বিপদ ছাড়া পার করেও আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগের বলে নিজের উইকেট প্রায় বিলিয়ে দিয়েছিলেন জয়।

পিটকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে তা মিস করেন এই ওপেনার। বল অতিরিক্ত বাউন্স করায় তা ধরে স্টাম্পিং করতে খানিকটা সময় নিয়ে নেন কাইল ভেরেইনা। কোনোমতে ফেরত এসে ক্রিজে ব্যাট ছুঁইয়ে জীবন বাঁচান জয়।

এর আগে ভেরেইনার ১১৪ ও মুল্ডারের ৫৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩০৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়