শিরোনাম
◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে ◈ আবারও বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট (ভিডিও) ◈ এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি ◈ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুরাবস্থা বাংলা‌দেশ দ‌লের, অবস্থান দশম ◈ জামায়াতের নতুন অবস্থানের লক্ষ্য বিপ্লবের চেতনাকে কাজে লাগানো

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও হলো না

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই শেষ হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বিলম্বিত হতে থাকে তৃতীয় দিনের খেলাও। কিন্তু সময় মতো মাঠ না শুকানোয় কানপুরে কোনো বৃষ্টি ছাড়াই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

রোববার সকালে কানপুরের গ্রিন পার্কে বৃষ্টি না হওয়ায় মাঠের কভার সরিয়ে নেওয়া হয়। রোদ উঠলেও নির্ধারিত সময়ে পুরো মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেনি মাঠকর্মীরা। শেষ পর্যন্ত তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর মাঠের কিছু অংশ ভেজা থাকায় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩২ মিনিটে দিনের খেলার ইতি টানা হয়। - অলআউট স্পোর্টস

ম্যাচে এখন পর্যন্ত কেবল প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় প্রথমবারের মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু বিভিন্ন জায়গা তখনও না শুকানোয় খেলা শুরুর সময় ঠিক করতে পারেননি। এরপর দুপুর সাড়ে ১২টায় আরেকবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ পরিচালকরা।

শুরু থেকেই বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট প্রকৃতির বাধায় পড়ছে। প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়েছিল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯ ওভার খেলা হতে আবার বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। এরপর বৃষ্টির কারণে কোনো বল ছাড়াই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়