শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর আল নাসর ২-০ গোলে হারালো আল ওয়েহদাকে

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন অসুস্থ থকায় মাঠের বাইরে ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে কয়েকটি ম্যাচ সৌদি প্রো লিগে নিজের ক্লাবের হয়ে খেলতে পারেননি। তবে ফিরেই সেই চিরচেনা রূপে ধরা দিলেন রোনালদো। তিনি গোল করার পাশাপাশি তার দল আল নাসরও জয় নিয়ে মাঠ ছেড়েছে। লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে তার ক্লাব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল ওয়েহদাকে ২-০ ব্যবধানে হারায় আল নাসর। আনহেলো গাব্রিয়েল প্রথমার্ধে ক্লাবটিকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সিআর সেভেন।  
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বল নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন বল। ম্যাচের ৪১তম মিনিটে ডেডলক ভাঙেন গাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে গোলের দেখা পান রোনালদো। ৫৬তম মিনিটে বক্সে আল নাসরের আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর চেক করে নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মহাতারকা।

উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আল নাসর। অপরদিকে ১ পয়েন্টে এগিয়ে থাকা আল হিলাল রয়েছে টেবিলের শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়