শিরোনাম
◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে?

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ দুই শ্রীলঙ্কান

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলে সেরা হলেন লঙ্কান তরুণ এই ক্রিকেটার। 

মেয়েদের বিভাগেও মাস সেরা আরেক শ্রীলঙ্কান। আগস্টের সেরার পুরস্কার জিতেছেন হারশিথা মাদাভি। গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে  বিজয়ীদের নাম ঘোষণা করে আইসিসি।

ছেলেদের বিভাগে দ্বিতীয় লঙ্কান হিসেবে এই পুরস্কার জিতলেন উঠতি তারকা ওয়েলালাগে। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭ উইকেট নেন এই লেগ স্পিন অলরাউন্ডার। এই ২১ বছর বয়সীর অসাধারণ নৈপুণ্যেই ১৯৯৭ সালের পর প্রথমবার ভারতকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারায় শ্রীলঙ্কা।

টপ অর্ডার ব্যাটার হারশিথা নারী বিভাগে পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে। মেয়েদের বিভাগে এ নিয়ে গত চার মাসে তিনবারই এই পুরস্কার জিতলেন লঙ্কানরা। গত মে ও জুলাই মাসে এই পুরস্কার জেতেন চামারি আথাপাথথু।

প অর্ডার ব্যাটার হারশিথা নারী বিভাগে পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে। মেয়েদের বিভাগে এ নিয়ে গত চার মাসে তিনবারই এই পুরস্কার জিতলেন লঙ্কানরা। গত মে ও জুলাই মাসে এই পুরস্কার জেতেন চামারি আথাপাথথু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়