শিরোনাম
◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে?

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ম্যাচেও হালে পানি পেলো না শ্রীলঙ্কা নারী দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথমটিতে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সাথী রানীর ৫০ রানের কল্যাণে ৬ উইকেটে ১৬৬ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা।

জবাবে রাবেয়া খানের বোলিং তোপে পড়ে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। এতে করে বাংলাদেশ ১০৪ রানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো ছিল। ৩ ওভারেই ২১ রান তোলে তারা। চতুর্থ ওভারে এসেই জুটি ভাঙেন সুলতানা খাতুন। পরের আঘাত রাবেয়ার। লঙ্কান অধিনায়ক সাথিয়া সন্দ্বীপানিকেও দ্রুতই ফেরান তিনি। এরপর আর কেউই থিতু হতে পারেনি। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। 

বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের অধিনায়ক রাবেয়া খান। তিনি ২.৪ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৫ বলে ৯ রান করে ফিরে যান দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে দারুণ জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৮০ রানের জুটি ভেঙে ফেরেন সাথি। ৪০ বলে ৭ চারে ৫০ রান করেন তিনি। ১২৪ রানে ফেরেন ৩৯ বলে ৩৯ রান করা সোবহানা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচের ছিলেন বিশ্রামে। এবার ফিরেই ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়