শিরোনাম
◈ মাহমুদউল্লাহ রিয়াদ আর টি-টোয়েন্টি খেলবেন না ◈ শাহজালালে প্রবাসীদের জন্য লাউঞ্জ হচ্ছে, স্বল্পমূল্যে মিলবে খাবার  ◈ পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ পিএসসির অন্য সদস্যরা ◈ ৪ মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ◈ মোহাম্মদ আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের কোচ ! ◈ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন ◈ জাতীয় পার্টিকে সংলাপে চায় না সমন্বয়ক হাসনাত ও সারজিস ◈ হিন্দু সম্প্রদায়ের  নিরাপত্তাহীনতার অভিযোগ  বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : মাহফুজ আলম ◈ পররাষ্ট্র উপদেষ্টা সুখবর দিলেন ইতালি ভিসাপ্রত্যাশীদের  ◈ দলের দায়িত্ব কাকে দেবেন? কোথায় যাবেন শেখ হাসিনা?

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফউদ্দিন যুক্তরাষ্ট্রের আটালান্টায় মাইনর ক্রিকেট লিগ খেলবেন

স্পোর্টস ডেস্ক: ফরচুন বরিশালের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়িয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে ৮ উইকেট নিলেও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডার।

সেই সিরিজের পর থেকে নানাবিধ কারণে মাঠের বাইরে আছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন পেস বোলিং এই অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। - ক্রিকফ্রেঞ্জি

সবশেষ বিশ্বকাপ দল না থাকা সাইফউদ্দিনকে রাখা হয়েছিল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অনুশীলন ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেই ক্যাম্পে না থাকলেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে মাঠের ক্রিকেটে ফেরার সুযোগ ছিল এই অলরাউন্ডারের সামনে। তবে ভিসা জটিলতার কারণে কানাডায় ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়নি তার।

মানসিকভাবে ‘বিপর্যস্ত’ হয়ে পড়া সাইফউদ্দিনের মাঠে ফেরার সবশেষ সুযোগ ছিল পাকিস্তান সফর। বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে দুই মাসের ছুটি চেয়ে নেন তিনি। মাস দেড়েক আগে ছুটি নেয়া সাইফউদ্দিন ফিরলেন মাইনর লিগ ক্রিকেট দিয়ে। ৩০ আগষ্ট থেকে পর্দা ওঠা টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন তিনি।

আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ডিভিশনের দল আটালান্টা ফায়ার এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জয়ের দেখা পেয়েছেন। বাকি দুটি ম্যাচে হেরে যাওয়া দলটি মাত্র ২ পয়েন্ট নিয়ে আছেন নিজেদের গ্রুপে তিনে। সাইফউদ্দিন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন কিংবা কবে থেকে খেলবেন তা এখনও জানা যায়নি।

সাইফউদ্দিনের মতো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে থাকছেন আথার আলী খানও। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ধারাভাষ্য দেয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটার সেখানেও ধারাভাষ্য দেবেন। আটালান্টার ফায়ার ক্রিকেট আথারের বিষয়টিও নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়