শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফেল টাওয়ার থেকে সরবে না অলিম্পিক রিং

প্যারিস শহরের মূল আকর্ষণ আইফেল টাওয়ার। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন বিখ্যাত স্থাপত্য দর্শনে। অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার পরেই প্যারিসের প্রশাসন সিদ্ধান্ত নেয়, আইফেল টাওয়ার সাজিয়ে তোলা হবে অলিম্পিকের সাজে। গত জুন মাসে আইফেল টাওয়ারের মাঝবরাবর বসানো হয় অলিম্পিকের পঞ্চবলয়। আইফেল টাওয়ারের হলুদ আলোর মাঝে সাদা আলোয় উজ্জ্বল হয়ে উঠত অলিম্পিকের লোগো।

গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হওয়ার পরে এবার প্যারা অলিম্পিকের আসর বসেছে ভালোবাসার শহর প্যারিসে । গত ১১ আগস্ট শেষ হয়েছে অলিম্পিক। এখন প্যারিসে চলছে প্যারা অলিম্পিক। তার মধ্যেই শহরের মেয়র অ্যান হিডালগো জানান, অলিম্পিক আয়োজনের স্মৃতি হিসাবে আইফেল টাওয়ারে লাগানো থাকবে অলিম্পিকের পঞ্চবলয়। ইতিমধ্যেই অলিম্পিক কমিটির অনুমোদন মিলেছে প্যারিস প্রশাসনের প্রস্তাবে।

তবে অ্যান জানান, এখন যে রিংগুলো বসানো রয়েছে আইফেল টাওয়ারে সেগুলো সরিয়ে ফেলা হবে। তার বদলে হালকা ওজনের রিং বসানো হবে। কারণ ভারী রিং বহন করা আইফেল টাওয়ারের পক্ষে কঠিন। অলিম্পিকের মশালও প্যারিসে রাখতে চান অ্যান। তবে বর্তমানে সেটি রয়েছে তুলিয়েরি গার্ডেন্সে। ওই গার্ডেন্স দেখাশোনার ভার রয়েছে ফ্রান্স সরকারের হাতে। ফলে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ইম্যানুয়েল ম্যাক্রোঁর হাতেই।

এবারের অলিম্পিকের পদকেও ছিল  আইফেল টাওয়ারের কিছু অংশ। পদকের সামনের অংশে যোগ করা ষড়ভুজ আকৃতির বাড়তি একটা অংশ বানানো হয়  আইফেল টাওয়ারের পুরোনো লোহালক্কড় ব্যবহার করে। ষড়ভুজ অংশে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং ও প্যারিস ২০২৪ লেখা খোদিত আছে। এই অংশটার নিচে পদকের মূল অংশে বিচ্ছুরিত সূর্যের আলোর নকশা খোদাই করা। মূল অংশের সঙ্গে ছয়টি রিভেট (গজাল) দিয়ে সংযুক্ত করা হয়েছে ষড়ভুজাকৃতির অংশটিকে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়