শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন—ডিএনএ অস্পষ্টতায় ধরা ছোঁয়ার বাইরে হত্যাকারীরা ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশের ড্রাফটে তানজিম, রিশাদ ও নারী ক্রিকেটার জাহানারাসহ ১০ বাংলাদেশি 

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। এই দুই তরুণ ক্রিকেটারসহ বাংলাদেশ থেকে নারী ও পুরুষ মিলিয়ে ড্রাফটে আছেন মোট ১০ ক্রিকেটার।


বুধবার বিগ ব্যাশের ১৪তম আসরের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছেলেদের লিগের তালিকায় আছেন ৪৩২ জন ক্রিকেটার। অন্যদিকে মেয়েদের লিগের তালিকায় আছেন ১৬১ জন ক্রিকেটার। এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার জাহানারা আলম। -অলআউট স্পোর্টস
ছেলেদের তালিকায় তানজিম ও রিশাদ ছাড়া বাংলাদেশ থেকে নাম লেখানো বাকি ৭ ক্রিকেটার হলেন- ব্যাটার তানজিদ হাসান তামিম, জাকের আলী, শামীম হোসেন ও রনি তালুকদার, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, পেসার হাসান মাহমুদ ও স্পিনার তাইজুল ইসলাম।


এবারের আসরের ড্রাফটের জন্য পরিচিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি হংকং, উগান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া, রোমানিয়ার ক্রিকেটারও নিজেদের নাম লিখিয়েছেন।


আগামী ১ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেখান থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকরী দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে নিতে পারবেন।


অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান। তবে ২০১৫ সালের পর থেকে তিনি আর খেলেননি। ২০১৪ সালে সর্বপ্রথম অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন ৪টি ম্যাচ। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট। তারও আগে ২৭ অক্টোবর শুরু হবে মেয়েদের আসর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়