শিরোনাম

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৪, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ১০০ মিটার দৌড়ে হিটেই বাদ

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক্স ইভেন্টের একশ’ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে পদকের স্বপ্ন কেউই দেখেননি। তবে প্রত্যাশা ছিলো হিটের প্রিলিমিনারি রাউন্ড টপকিয়ে প্রথম রাউন্ডে উঠবেন তিনি। শেষ পর্যন্ত ইমরানুর বিদায় নিয়েছেন প্রিলিমিনারি হিট থেকেই।

শনিবার ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর রহমান। প্রথম ৫০ মিটার পর্যন্ত বেশ ভালোভাবেই লড়াইয়েই ছিলেন তিনি। কিন্তু শেষটা ভালো করতে না পারায় ষষ্ঠস্থান নিয়ে বাদ পড়তে হলো। 

নিজের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে আজ বেশ বাজে পারফরম্যান্স করেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব। হিটে দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে। ক্যারিয়ারে এটাই তার সবচেয়ে বাজে টাইমিং।

এদিকে মেয়েদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নিয়েছেন। নিজের হিটে তিনি হয়েছেন ষষ্ঠ। 

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়