শিরোনাম
◈ ৭টি হত্যা মামলায় ৩৯ জন অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হলো আজ ◈ আবা‌রো মেসি ম্যাজিক, আবা‌রো ইন্টার মায়ামির বড় ব্যবধানে জয় ◈ মাতৃগর্ভ রিজার্ভ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা! ◈ পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক, পক্ষে-বিপক্ষে কারা ◈ ভারত-পাকিস্তান লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা‌তিল হ‌লো রাজনৈতিক বৈ‌রিতায় ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের মধ্যস্থতায় যুদ্ধ‌বির‌তি‌তে সম্মতি ইসরায়েল ও সিরিয়ার ◈ গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগ সংগঠনের হরতালের ডাক আজ ◈ নিয়ম ভেঙ্গে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনতার ফাঁদ, ১০৩ কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে ধরা ‘মিস গলফ’ সীকা (ভিডিও) ◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে!

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৩:৩০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলন ছাড়াই টেস্ট খেলবেন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে শনিবার থেকে শুরু হবে ক্যাম্প। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব আল হাসান এখন কানাডাতে। সেখানেই খেলছেন তিনি। আরো অন্তত সেখানে থাকতে পারেন তিনি। কেননা ১২ আগস্ট পর্যন্ত সেখানে তার থাকার ছাড়পত্র রয়েছে। যে কারণে টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভুগছেন সাকিব। চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে প্রশ্ন। এর মধ্যে টেস্ট খেলতে নামবেন কোনো প্রস্তুতি ছাড়াই। 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দল ফাইনাল খেললে সমস্যায় পড়তে পারেন তিনি। সে সময় দলের সঙ্গে একই বিমানে পাকিস্তান যেতে পারবেন কি না তা নিয়েও থাকছে সংশয়। তবে সাদা বলের ক্রিকেট খেললেও সেখানে নিজেকে লাল বলের জন্য প্রস্তুত রাখছেন সাকিব। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুকে এমনটি জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

লিপু বলেন, 'সাকিব খুব একটা অনুশীলনের সুযোগ পাবে না। সাকিবের সম্মতি আছে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার। সে নিজেকে সেভাবেই প্রস্তুত করছে, আমার সাথে যতটুকু কথা হয়েছে। এছাড়া তার দলের পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করছে। এনওসি ১২ তারিখ অবধি দেওয়া আছে। আমি যতটুকু জানি সে আগে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবে।'

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘সাকিব আল হাসানকে টেস্টে পাওয়া যাবে। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়