শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক নারী ফুটবল, তারপরও কানাডা আশাবাদী পরবর্তী রাউন্ড নিয়ে

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে টানা দুই ম্যাচ জয় কানাডার। তারপরও পয়েন্টের ভাণ্ডার শূন্য দলটির। পয়েন্ট টেবিলে অবস্থান বেশ নাজুক। ড্রোনের সহায়তায় অন্য দলের অনুশীলনে গুপ্তচরবৃত্তির দায়ে দলটির ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন অবস্থা। তারপরও কানাডা আশা ছাড়ছে না। তৃতীয় ম্যাচ জিতে তারা পরবর্তী রাউন্ডে যেতে চায়।

প্রথম ম্যাচে কানাডা ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রোববার রাতে তারা ফ্রান্সকে একই ব্যবধানে হারায়। শেষ ম্যাচে কলাম্বিয়ার মুখোমুখি হবে তারা। আগামী ৩১ জুলাই এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বর্তমান চ্যাম্পিয়ন কানাডা এবারের আসরেরও ফেভারিট। মোট ১২টি দল নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে। চারটি করে দল নিয়ে তিনটি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এছাড়া গ্রুপে তৃতীয় হওয়া সেরা তিন দলের দুটো দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কানাডা এখন সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার চেষ্টা করছে।

এমন সমীকরণ সামনে রেখে সফল হওয়া কঠিন ব্যাপার। স্বাগতিক ফ্রান্স কানাডার সেই সম্ভাবনা কঠিনই করে তুলেছিল। প্রথমার্ধের শেষ সময়ে কাতোতোর গোলে ফ্রান্স এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। দারুণ নাটকীয়তায় তাদেরকে হারিয়ে কানাডা শেষ আটে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে। 

৫৮ মিনিটে হেমিংয়ের গোলে কানাডা সমতা ফিরিয়ে আনে। তবে শেষ আটে জায়গা করে নেওয়ার জন্য সমতা যথেষ্ঠ ছিল না। বরং জয়ের বিকল্প ছিল না। ইনজুরি সময়ের দ্বাদশ মিনিটে সেই কাঙ্খিত গোলটি পেয়ে যায় কানাডা। জিলেস করেন গোলটি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়