শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছক্কা মারা নিষিদ্ধ করলো কাউন্টি ক্লাব, সন্তুষ্ট নন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ছক্কা মারলে রান পাবেন না কোনো ব্যাটার। আবার সেই ব্যাটার দ্বিতীয়বার ছক্কা মেরে দিলে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। ইংল্যান্ডের সাউথউইক ও শোরহাম ক্রিকেট ক্লাব তাদের মাঠে এই নিয়মই বেঁধে দিয়েছে। প্রতিবেশীদের অভিযোগের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রাইটনের কাছের ক্লাবটি।

এই অদ্ভুত নিয়ম চালু করা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ১৭৯০ সালে। ক্লাবটির ঘরের মাঠ দ্য গ্রিনের কাছাকাছি বাড়ি রয়েছে। সেসব বাড়িতে ক্ষয়ক্ষতির অভিযোগ আনার পর ক্লাব কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ হিসেবে ছক্কা মারাই বন্ধ করে দিয়েছে।

সাউথউইকের মাঠটির পাশে বসবাস করেন ম্যারি গিল। ৮০ বছর বয়সী গিল বলেছেন, এটা খুব ছোট মাঠ। আমার পিতামাতা এবং দাদা-দাদীরা এখানে থাকতেন আমার আগে। ক্রিকেট বল সবসময়ই উড়ে এসে ক্ষতি করেছে। বছর ধরে আমরা ছাদের টাইলস ভাঙা পেয়ে এসেছি, জানালা ভেঙে যাওয়া এবং এসব ধরনের ক্ষতি।

স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা নতুন নিয়মে সন্তুষ্ট নন মোটেও। বাড়িতে বল পড়ার ব্যাপারে একজন ক্রিকেটার তো বলে দিয়েছেন, ক্রিকেট মাঠের পাশে আপনি ঘর কিনে থাকলে, আপনার আঙিনায় কিছু বল দেখবেন। আরেকজন চরম বিরক্তিই প্রকাশ করেছেন এভাবে, কীভাবে আপনি ছক্কা মারা নিষিদ্ধ করতে পারেন? হাস্যকর। এটা আনন্দ কমিয়ে দেয়।

তাদের ক্লাবের কোষাধ্যক্ষ মার্ক ব্রক্সাপকে অনেক কিছু হিসাব করতে হয় যদিও। অদ্ভুত নিয়মটি তৈরিতে জড়িয়ে থাকা এই কর্মকর্তা বলেছেন, অতীতে গাড়ি, ঘর, এমনকি ছাদের ক্ষতি হওয়ার কিছু ঘটনা ঘটেছে। আমরা ব্যয়বহুল বীমা পরিশোধ করতে চাই না। অথবা আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক সেটা চাই না। এজন্য এটা করাই বুদ্ধিমান সিদ্ধান্ত মনে হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়