শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:৫২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন টেনিসের ছান্টু

স্পোর্টস ডেস্ক : একের পর এক ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন। দিন কয়েক আগে মারা গেলেন দাবার জিয়া। পরে গেলেন শুটার আতিকুর রহমান। এবার গেলেন বাংলাদেশ টেনিসের খুব পরিচিত মুখ লুৎফর রহমান ছান্টু। 

টেনিসের যেকোনো প্রতিযোগিতায় উপস্থিত থাকতেন এই সংগঠক লুৎফর রহমান ছান্টু। তবে এখন থেকে চিরচেনা ছান্টুকে আর দেখা যাবে না। শারীরিক অসুস্থতা থাকলেও অনেকটা আকস্মিকভাবেই তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

টেনিস ফেডারেশনের প্রথম নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ১৯৯৭-২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন ছান্টু। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্তও কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম করে অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টেনিসের প্রতি তার অবদান ছিল অনেক। 

ছান্টুর একমাত্র সন্তান শিফাত নুসরাত বৈশাখী। তিনিও পেশায় টেনিস খেলোয়াড়। বৈশাখী জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী। 

প্রয়াত এই ব্যক্তিত্বের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়