শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপাতে শুরু শিরোপাতেই বিদায় ডি মারিয়ার

ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আনহেল ডি মারিয়া। অবস্য এই টুর্নামেন্টের ফাইনালের আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। টানা তিন শিরোপা জয়ের পর অফিসিয়ালি বিদায় জানালেন ভালোবাসার সাদা-আকাশী জার্সিকে। 

তবে মজার বিষয় হলো ডি মারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে। সেইবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর ওই দলের সদস্য ছিলেন ডি মারিয়া।
 
দীর্ঘ ২৮ বছর শিরোপার খরায় ভুগছিল আর্জেন্টিনা। ২০২১ সালে ডি মারিয়ার হাত ধরেই সেই খরা কাটে আলবিসেলেস্তেদের। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় মেসিরা। গুরুত্বপূর্ণ ম্যাচটির একমাত্র গোল আসে ডি মারিয়ার পা থেকে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করে অবদান রাখেন ডি মারিয়া।
এবারের আসরেও কম ভূমিকা ছিল না তার। ফাইনালে অবশ্য কোনো অ্যাসিস্ট বা গোল আসেনি তার পা থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে ক্রমাগত কলম্বিয়ার রক্ষণে তিনি হানা দিয়ে এক প্রান্ত ব্যস্ত রেখেছিলেন।

৩৬ বছর বয়সী এই উইঙ্গার আর্জেন্টিনার চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২) গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। -চ্যানেল২৪

২০১৪ ও ২০১৫ সালে টানা কোপা আমেরিকার ফাইনাল খেলে আর্জেন্টিনা। দুইবারই দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ডি মারিয়া। কিন্তু দুইবারই খালি হাতে দেশে ফিরতে হয়েছিল মেসিদের। শেষ পর্যন্ত ২০২১ সালে তার হাত ধরেই শিরোপা খরা কাটায় আর্জেন্টাইনরা। যার ফলশ্রুতিতে ইতিহাসের দ্বিতীয় দেশ হিসেবে টানা তিন শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা।

২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিংবদন্তি। আর্জেন্টিনার জার্সিতে পিএসজির সাবেই এই তারকা খেলেছিলেন ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে ৩১টি গোল করেছেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়