শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-আফ্রিদিদের এলিট ক্লাবে জায়গা পেলেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে নানা রেকর্ড করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে অনেক রেকর্ড রয়েছে যেখানে তার ধারে কাছে কেউ নেই।

তবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলের ক্লাবে সাকিবের সঙ্গে আছেন শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়ার মতো কিংবদন্তিরা। এবার এই এলিট ক্লাবে ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে নাম লেখালেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।

স্টোকসের টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে দরকার ছিল ২ উইকেট। লর্ডসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন স্টোকস।

উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পেলেন স্টোকস। এরই মধ্যদিয়ে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট। 

আর তাতে তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব, আফ্রিদি, জয়াসুরিয়া, কার্ল হুপার ও জ্যাক ক্যালিস। -চ্যানেল২৪

তবে এই তালিকায় সাকিব বাকিদের চেয়ে অনেক এগিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যালিস করেছেন ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯ বছরের ক্যারিয়ারে ৫১৯ ম্যাচ খেলেছেন ক্যালিস।

অন্যদিকে, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সাকিবের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪৪৩ ম্যাচে নিয়েছেন ৭০৩ উইকেট। ক্যালিসের চেয়ে উইকেটে এগিয়ে থাকলেও রানে অনেক পিছিয়ে সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব  করেছেন ১৪৬২৬ রান।


আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবের খেলোয়াড়দের তালিকা:
                                           

                                                         রান              উইকেট

সাকিব আল হাসান (বাংলাদেশ)     -১৪৬২৬           -৭০৩

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)    -২৫৫৩৪           -৫৭৭

সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)             -২১০৩২           -৪৪০

শহীদ আফ্রিদি (পাকিস্তান)             -১১১৯৬           -৫৪১

কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)           - ১১৫০৩          - ৩০৭

বেন স্টোকস (ইংল্যান্ড)                 -১০৩৬৮           -৩০১

  • সর্বশেষ
  • জনপ্রিয়