শিরোনাম
◈ আবা‌রো মেসি ম্যাজিক, আবা‌রো ইন্টার মায়ামির বড় ব্যবধানে জয় ◈ মাতৃগর্ভ রিজার্ভ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা! ◈ পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক, পক্ষে-বিপক্ষে কারা ◈ ভারত-পাকিস্তান লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা‌তিল হ‌লো রাজনৈতিক বৈ‌রিতায় ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের মধ্যস্থতায় যুদ্ধ‌বির‌তি‌তে সম্মতি ইসরায়েল ও সিরিয়ার ◈ গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগ সংগঠনের হরতালের ডাক আজ ◈ নিয়ম ভেঙ্গে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনতার ফাঁদ, ১০৩ কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে ধরা ‘মিস গলফ’ সীকা (ভিডিও) ◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে! ◈ মিরপু‌রে আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলাদেশ-পাকিস্তান মু‌খোমু‌খি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বাজবল নিয়ে কিছু শুনতে চাই না: কার্টলি অ্যামব্রোস

স্পোর্টস ডেস্ক: সাধারণত ইংল্যান্ডের টেস্ট খেলার কথা শুনলেই বাজবল নামক একটি শব্দ সামনে চলে আসে। তবে দ্রুত বেশি রান তুলে প্রতিপক্ষকে দুবার আউট করতে বোলারদের পর্যাপ্ত সময় দেওয়ার যে পরিকল্পনা, সেটিকেই বাজবল নাম দেওয়া হয়েছে।

আর এই শব্দটির উৎপত্তি হয়েছে ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ থেকে। দুই বছর আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার পর ইংলিশদের ব্যাটিংয়ের ধরন বদলে গেছে। -প্রথম আলো

এদিকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে বুধবার (১০ জুলাই)। আর এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা বাজবলকে লাইনচ্যুত করবেন বলে জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আর বাজবল নামটা শুনতেও চান না ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার।

অ্যামব্রোস বলেন, আমরা জানি (অতীতে) ইংল্যান্ড ক্রিকেটটা একটু অন্য রকমভাবে খেলত। মনে হয় একটু বেশি ধীরেই খেলত। হঠাৎ করেই সেই দল আক্রমণ করে খেলার সিদ্ধান্ত নিল আর একটা নতুন নামও বানাল বাজবল। আমি এটা নিয়ে কিছু শুনতে চাই না।

অ্যামব্রোসের কাছে বাজবলটাকে নাকি চটকদার নাম ছাড়া আর কিছুই মনে হয় না। এ বিষয়ে তিনি বলেছেন, সত্যি কথা হলো, বাজবলকে আমি বেশি গুরুত্ব দিই না। আগের সেই ওয়েস্ট ইন্ডিজ, আগের সেই অস্ট্রেলিয়া, সব সময়ই তাদের আক্রমণাত্মক সব খেলোয়াড় থাকত। তাই বলি কি, আক্রমণাত্মক খেলাসহ ইংল্যান্ড আজকাল যা করছে, এসব নতুন কিছু নয়।

১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৮ টেস্টে ৪০৫ উইকেট শিকার করেছিলেন অ্যামব্রোস। ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং বিভাগ দেখে অ্যামব্রোস বলেছেন, ভালো কিছুই করবে তারা। যদিও চোটের কারণে অভিজ্ঞ কেমার রোচকে পাচ্ছে না দলটি। তবে আলজারি জোসেফ, জেইডেন সিলস, শামার জোসেফ ও জেসন হোল্ডাররা আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়