শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলকে বিদায় বলছেন থিয়াগো আলকানতারা

থিয়াগো আলকানতারা

স্পোর্টস ডেস্ক: ফুটবল ক্যারিয়ারটা আরো দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল থিয়াগো আলকানতারার। কিন্তু ইনজুরি তার এই ইচ্ছাকে জলাঞ্জলি দিতে বাধ্য করেছে। ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারা এই স্প্যানিশ মিডফিল্ডার অবসরের ঘোষণা দিয়েছেন। চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি অবসরে চলে যাবেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলকানতারা জানিয়েছেন, জীবন আমাকে যা দিয়েছে আমি সবসময় তা ফিরিয়ে দিতে চেয়েছি। সময়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি খেলাটা ভালোভাবে উপভোগ করেছি। যাহোক ফুটবলকে ধন্যবাদ। ফুটবল ক্যারিয়ারে যারা আমাকে সহায়তা করেছে এবং আমাকে আরো ভালো খেলোয়াড় হতে সহায়তা করেছে তাদের সবাইকে ধন্যবাদ।

২০২২-২৩ মৌসুমে থিয়াগো আলকানতারা নিতম্বে অস্ত্রোপচার হয়। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে পারেননি। আর্সেনালের বিপক্ষে বদলি খেলোয়াড় মাঠে আসার পর ওইদিন আবার ইনজুরিত আক্রান্ত হন তিনি।

২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে চার বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছিলেন আলকানাতরা। এ সময়ে মাত্র ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১-২২ সালে লিভারপুলের হয়ে এফএ কাপ জয় করেছেন। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে সাত বছরে সাতটি লিগ শিরোপা এবং ২০১৯-২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়