শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রভাব বিস্তার করতে চাই: পাকিস্তান কোচ গিলেস্পি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ার পেসার জেসন গিলেস্পি। রোববার (৭ জুলাই) করাচিতে দলের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে টাইগারদের বিপক্ষে প্রভাব বিস্তার করার মতো প্রস্তুতি নিতে চান এই কোচ।

গিলেস্পি প্রথম সংবাদ সম্মেলনে আসেন শনিবার। সেখানে পাকিস্তান দল নিয়ে বলেন, আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। -প্রথম আলো

তিনি আরও বলেন, প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।

আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টে ২৫৯ উইকেট নিয়েছেন গিলেস্পি। গত এক দশকে কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।

মজার ব্যাপার হলো, তার খেলোয়াড়ি জীবনের সর্বশেষ টেস্ট ম্যাচটিও ছিল বাংলাদেশের বিপক্ষে। কোচ হিসেবেও প্রথম টেস্টে প্রতিপক্ষ সেই বাংলাদেশই।
২০০৬ সালের বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলেস্পি। টেস্ট ক্রিকেটে নাইটওয়াচম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনো সেটিই।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়