শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের: ডেল স্টেইন

শামীম হাসান: দাপুটে জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। হেরেছে শুধু দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এ ম্যাচেও বাংলাদেশ যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখেছিল। প্রোটিয়াদের কাছে বাংলাদেশ মাত্র ৪ রানে হারে।

গ্রুপ পর্বের পারফরম্যান্স বলছে এবারের আসরে বাংলাদেশের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তারই ইঙ্গিত দেয়। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনও তেমনটা মনে করেন। প্রোটিয়া পেসার মনে করেন, শুধু সেমিফাইনাল নয়, বাংলাদেশের ফাইনাল খেলার সামর্থ্য রয়েছে। এমনকি বাংলাদেশের শিরোপা জয়েরও সামর্থ্য আছে বলে সাবেক এ পেসার মনে করেন।

ডেল স্টেইন বলেন, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তখন তারা বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে। পিচ তাদের অনুকূলে, যদি কন্ডিশন বোলারদের সহায়তা করে আর ভাগ্য সহায় হয়... তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সবসময় ভালো করছে।

ডেল স্টেইন আরো বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা এত ভালো খেলছে যে, তারা আইপিএল, সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। ওখান থেকে এসে ওরা যখন মেধা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে দলকে আরো সমৃদ্ধ করে তোলে। এখন বাংলাদেশ দলকে সবাই হুমকি হিসেবে দেখে। এখন তারা শুধু খেলার জন্য খেলে না, জয়ের জন্য খেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়