শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরণবিধি ভঙ্গ করায় তানজিম সাকিবকে জরিমানা

শামীম হাসান: নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদের কারণে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবকে ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। গত ১৬ জুন কিংসটাউনে অনুষ্ঠিত নেপালের বিপক্ষে ম্যাচের সময় পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় তাকে এই জরিমানা করা হয়েছে।

বাদানুবাদের ঘটনা নেপালের ইনিংসের তৃতীয় ওভার শেষে ঘটে। আইসিসি এক বিবৃতিতে জানায়, তানজিম তার বল করার পর আক্রমণাত্মক ভঙ্গিতে নেপালের ব্যাটার রোহিত পৌডেলের দিকে তেড়ে যান এবং অযাচিত শারীরিক ভঙ্গি করেন।' এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। তিনি দুইজনকে আলাদা করে দেন। আম্পায়াররা এ সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন।

খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারো (দর্শক) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন।

আর্থিক জরিমানার পাশাপাশি তানজিমের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে তানজিম এমন ঘটনা প্রথম ঘটালেন। একজন খেলোয়াড় যখন ২৪ মাসের মধ্যে নূন্যতম ৪টি ডিমেরিট পয়েন্ট পান তখন তা সানপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হয়। দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হয়।

তানজিম শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। নেপালের অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছিলেন, আমাদের মধ্যে তেমন কিছু ঘটেনি। সে আমার কাছে এসে এবং আমাকে বল মারতে বলে। আমি তাকে যেতে বলি এবং বল করতে বলি। আর কিছুই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়