শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১১:০৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন আসছে পাকিস্তান দলে 

শামীম হাসান: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নাজুক অবস্থা পাকিস্তানের। টানা দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় সাবেক চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়। এমন অবস্থায় দলে বড় ধরণের কাটাছেড়ার আশঙ্কা করা হচ্ছে। টানা দুই ম্যাচ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান মহসীন নাকভি ক্ষুদ্ধ হয়েছেন।

নিউইয়র্কে মহসীন নাকভি বলেছেন, মনে হয়েছিল ছোটোখাটো অস্ত্রোপচার করলে হবে। এখন দেখছি বড় ধরণের অস্ত্রোপচারই করতে হবে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বসে থাকা যায় না। 

নাকভি আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি। এর থেকে হতাশার আর কী হতে পারে? ভারতের কাছে হারটাও মেনে নেওয়া যায় না। যে সব ক্রিকেটার দলের বাইরে রয়েছে এখন তাদের দিকে তাকানোর সময় এসেছে।

বিশ্বকাপে বাবরদের পারফরম্যান্স সম্পর্কে নাকভি বলেছেন, দল প্রত্যাশামতো কেনো খেলতে পারছে না- সে সম্পর্কে সবাই জানতে চাইছে। তবে এখন বিশ্বকাপ চলছে, এখন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বিশ্বকাপে ব্যর্থতার বিষয়ে অবশ্য আলোচনা করবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

পিসিবি চেয়ারম্যান নাকভি সরাসরি কিছু না বললেও বিশ্বকাপের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন আসছে এটা অনেকটা নিশ্চিত। এই পরিবর্তনের ধাক্কায় পাকিস্তান দলের একাধিক খেলোয়াড় যে বাদ পড়বেন তা বলাই যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়