শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসি যাই কোটি টাকা মাইনে পাই, ম্যাক্সওয়েলকে ঝাড়লেন মনোজ তিওয়ারি

স্পোর্টস ডেস্ক: আসি যাই, কোটি টাকা মাইনে পাই। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হারের পর এই ভাষাতেই গ্লেন ম্যাক্সওয়েলকে কটাক্ষ করলেন বাংলার মনোজ তিওয়ারি। অলরাউন্ডার ম্যাক্সওয়েল মঙ্গলবারও এলএসজির বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। তারপরই আরসিবির এই অন্যতম ভরসাকে সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি কটাক্ষে ভরিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

এবারের আইপিএলে বেঙ্গালুরু এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। তাতে, অস্ট্রেলীয় ম্যাক্সওয়েলের অবদান ০, ৩, ২৮, ০। আইপিএল শুরুর আগে কার্যত কাগুজে বাঘ আরসিবি এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে। প্রায় প্রতিটি ম্যাচেই তাদের তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধরাশায়ী হয়েছে। যা নিয়ে রীতিমতো সমর্থকদের কটাক্ষ শুনতে হচ্ছে আরসিবি কর্তাদের।

তবে, শুধু সমর্থকরাই নন। ছেড়ে কথা বলছেন না প্রাক্তনরাও। আইপিএল শুরুর আগে, আরসিবি যেভাবে বিজ্ঞাপন দিয়ে বিরাট কিছু করবে বলে বোঝাতে চেয়েছিল, তা নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। সেসবের মধ্যেই প্রাক্তন জাতীয় তারকা মনোজ তিওয়ারিও নিশানা করেছেন ৩৫ বছর বয়সি আরসিবির অস্ট্রেলীয় ব্যাটার ম্যাক্সওয়েলকে। মনোজের অভিযোগ অস্ট্রেলীয় তারকা আসছেন, যাচ্ছেন, মাইনে নিচ্ছেন। আর এমন অপেশাদার আচরণ করে আরসিবির বিশ্বাসভঙ্গ করছেন।

এই ব্যাপারে মনোজ বলেন, আরসিবি যেভাবে দাবি করছিল, তা দেখে মনে হচ্ছিল যে তাদের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। কিন্তু, এখন না ব্যাটিং, না বোলিং- কোনওটাতেই আরসিবি কিছুই করে দেখাতে পারছে না। অনুজ রাওয়াতের মত যারা প্রথম ম্যাচে ভালো খেলেছিল, তারাও কেমন যেন চুপসে গেছে। ওরা আসলে কী করতে চাইছে, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে, আরসিবির খেলোয়াড়রা খেলার ব্যাপারে মনোযোগী নন। গ্লেন ম্যাক্সওয়েলই তো, সেই কতদিন ধরে আরসিবিতে খেলছে। কিন্তু, পারফরম্যান্স শূন্য। আসছে, যাচ্ছে, মাইনে নিচ্ছে। কিন্তু, কিছু করে দেখাতে পারছে না। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়