শিরোনাম
◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি করার যৌথ আলোচনা চলছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক: ফুটবলের চ্যাম্পিয়নস লিগের আদলে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু কয়েক আসর পর সেটি বন্ধ হয়ে যায়। অবশেষে দশ বছর পর আবারও আলোর মুখ দেখতে পারে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টটি পুনরায় চালু করার লক্ষ্যে  ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

 আইপিএল, সিপিএলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে সাড়া ফেলেছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু ২০১৪ সালের পর আসরটি আর মাঠে গড়ায়নি। পুনরায় এই টুর্নামেন্ট চালুর লক্ষ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 

বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির পর উক্ত টুর্নামেন্টটির জন্য সময় বের করাই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স। বিসিসিআই, সিএ এবং ইসিবির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিক কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়নস লিগটা একটু আগেই শুরু করা হয়েছিল। ওই সময় এ ব্যাপারে ধারণা ছিলো না। তবে এটা এখন আবার শুরু করা যায়। এ বিষয়ে বিসিসিআই, সিএ এবং ইসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমি জানি। এখন শুধু আইসিসি থেকে সময় বের করা দরকার।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে আইপিএল থেকে তিনটি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লিগ থেকে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশ নিয়েছিল। নতুন করে যদি আবারও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মাঠে গড়ায় সেক্ষেত্রে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পাশাপাশি বিপিএল, এসএ টি-টোয়েন্টি থেকেও দল অংশ নিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এলআরবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়