শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি করার যৌথ আলোচনা চলছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক: ফুটবলের চ্যাম্পিয়নস লিগের আদলে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু কয়েক আসর পর সেটি বন্ধ হয়ে যায়। অবশেষে দশ বছর পর আবারও আলোর মুখ দেখতে পারে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টটি পুনরায় চালু করার লক্ষ্যে  ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

 আইপিএল, সিপিএলের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে সাড়া ফেলেছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কিন্তু ২০১৪ সালের পর আসরটি আর মাঠে গড়ায়নি। পুনরায় এই টুর্নামেন্ট চালুর লক্ষ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। 

বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির পর উক্ত টুর্নামেন্টটির জন্য সময় বের করাই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স। বিসিসিআই, সিএ এবং ইসিবির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিক কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়নস লিগটা একটু আগেই শুরু করা হয়েছিল। ওই সময় এ ব্যাপারে ধারণা ছিলো না। তবে এটা এখন আবার শুরু করা যায়। এ বিষয়ে বিসিসিআই, সিএ এবং ইসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমি জানি। এখন শুধু আইসিসি থেকে সময় বের করা দরকার।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে আইপিএল থেকে তিনটি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লিগ থেকে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশ নিয়েছিল। নতুন করে যদি আবারও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মাঠে গড়ায় সেক্ষেত্রে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পাশাপাশি বিপিএল, এসএ টি-টোয়েন্টি থেকেও দল অংশ নিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এলআরবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়