স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না ইংলিশ অলরাউন্ডর বেন স্টোকস। ফিটনেসে মনোযোগ বাড়াতে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ফিফটি করে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন স্টোকস।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এক বার্তায় তিনি জানিয়েছেন, বোলিং ফিটনেস বাড়াতেই বিরতি নিচ্ছেন তিনি। স্টোকস বলেন, পুরো অলরাউন্ডার রূপে ফিরতেই বিরতি নিচ্ছি। আমি আমার বোলিং ফিটনেস বাড়াতে সব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে খেলা চালিয়ে যেতে জোর দিচ্ছি। আইপিএল ও বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে রাখলে, এই ত্যাগ আশা করছি আমাকে ফিটনেস ফিরিয়ে দিবে। অলরাউন্ডার হিসেবে আমি ভবিষ্যত নিয়ে ভাবছি।
গত বছর হাঁটুর চোটে আক্রান্ত হয়ে বোলিং থেকে দূরে সরে যান স্টোকস। অ্যাশেজের শেষ তিন টেস্টে খেলেন শুধু ব্যাটসম্যান হিসেবে। ভারতের মাঠে টেস্ট সিরিজেও প্রথম চার টেস্টে তাকে বল করতে দেখা যায়নি। -দ্য ডেইলি স্টার
আপনার মতামত লিখুন :