শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল 

রিয়াদ হাসান: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৪ মার্চ) চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাবেন।

[৩] সেখানের একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসা শেষে ১৮ মার্চের দিকে দেশে ফিরতে পারেন বিএনপির এই নেতা।

[৪] বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি দেশের বাইরে যাবেন। বিস্তারিত কিছু এখনও নিশ্চিত হতে পারিনি।

[৫] প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকায় মির্জা ফখরুলের শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে জানা গেছে। কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে গণমাধ্যমকে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

[৬] ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পর শারীরিক চেকআপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান মির্জা ফখরুল। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যে তাকে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতেও দেখা গেছে।

[৭] এর আগে গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তারা। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়