শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল 

রিয়াদ হাসান: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৪ মার্চ) চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাবেন।

[৩] সেখানের একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসা শেষে ১৮ মার্চের দিকে দেশে ফিরতে পারেন বিএনপির এই নেতা।

[৪] বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি দেশের বাইরে যাবেন। বিস্তারিত কিছু এখনও নিশ্চিত হতে পারিনি।

[৫] প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকায় মির্জা ফখরুলের শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে জানা গেছে। কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে গণমাধ্যমকে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

[৬] ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পর শারীরিক চেকআপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান মির্জা ফখরুল। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যে তাকে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতেও দেখা গেছে।

[৭] এর আগে গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তারা। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়