শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির শূন্য ৫ পদ পূরণের উদ্যোগ, আলোচনায় ৮ নেতা

শাহানুজ্জামান টিটু: [২.১] সর্বপ্রথম আসছে সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নাম। সরকারবিরোধী আন্দোলনে তিনি যেভাবে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের হাইকমান্ড তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। 

[২.২] এরপর পরই আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। 

[২.৩] আলোচনায় এসেছেন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন। 

[২.৪] তরুণ নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের নাম রয়েছে তালিকায়; আভাস মিলেছে শীর্ষ পর্যায় থেকে। 

[২.৫] আরো কয়েকজন নেতা স্থায়ী কমিটির মনোনয়ন পেতে আগ্রহী, কেউ কেউ দলের হাইকমান্ডের সুনজরেও রয়েছেন।

[৩] দলের দায়িত্বশীল এক নেতা জানান, দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির ৫ পদ শূন্য থাকায় নীতিনির্ধারনী পর্যায়ে সিদ্ধান্ত নিতে অনেকাংশে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে ৭ জানুয়ারি নির্বাচন ঘিরে আন্দোলনে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দুই নেতা গ্রেপ্তারের পর এই শূন্যতা প্রকট হয়ে ওঠে। তাই এই সমস্যা কাটিয়ে উঠতে দলের স্থায়ী কমিটির পুনর্গঠনের ব্যাপারে হাইকমাণ্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

[৩.১] তিনি জানান, দমন পীড়নের মধ্যেও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্য থেকেই স্থায়ী কমিটির সদস্য করা হবে। আশা করা হচ্ছে রোজার ঈদের আগেই এই পদগুলো পূরণ করা হবে। 

[৪] স্থায়ী কমিটি পুনর্গঠনের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের কমিটি পুনর্গঠন করা হবে বলে জানা গেছে। রোজা ও  এসএসসি-এইচএসসি পরীক্ষার জন্য এখন বড়োসড়ো কোনো আন্দোলনে যাচ্ছে না দলটি। এই সময়ের মধ্যে দলকে ঢেলে সাজোনোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন দলটির নীতিনির্ধারকরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়