শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ বিএনপির

সরকার দখলদারিত্বের মাধ্যমে দেশকে নরকপুরি বানিয়েছে: রিজভী

রিজভী

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেছেন, সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারী, বন্দুকের নলের নীচে বন্দী। দুর্বিনীত দু:শাসনের করাল গ্রাসে দেশবাসী অজানা আশঙ্কায় আতঙ্কে দিনাতিপাত করছে। বাইরের মতো কারাগারগুলোও পরিনত হয়েছে মৃত্যু উপত্যকায়। কারাগারগুলোকে হিটলারের গ্যাস চেম্বারের মতো শেখ হাসিনার গ্যাস চেম্বারে পরিনত করা হয়েছে। দেশের ৬৮টি কারাগার একেকটি টর্চার সেল। যেখানে প্রতি মূহুর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দীরা।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

[৪] বিএনপির এই নেতা বলেন, এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ চলতি বছরে জেল হেফাজতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে জেল হেফাজতে ৯৩ জন বন্দির মৃত্যু হয়েছে। গত বছর জেল হেফাজতে মৃত্যু হয় ৬৫ জনের। যাদের বেশীরভাগই বিএনপি নেতাকর্মী।

[৫] তিনি আরো বলেন, সম্প্রতি বৃটেনের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পুলিশ বাহিনী সাম্প্রতিককালে ধরপাকড় চালিয়ে হাজার হাজার বিরোধী নেতা, কর্মী, সমর্থক দিয়ে বাংলাদেশের কারাগারগুলো ভরে ফেলেছে।

[৬] রিজভী অভিযোগ করে বলেন, পাশবিক নিপীড়ণ-নির্যাতনে কারাগারে বন্দী অসুস্থ বিএনপি নেতাকর্মীদের বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। হাসপাতালে ভর্তি করে তাদের জীবন বাঁচানোর কোন চেষ্টা করা হয় না। নিষ্ঠুর দমনের বিভিষিকায় বাংলাদেশে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার অভিযান চালানোর অংশ হিসেবে কারাগারে বন্দী বিএনপি নেতাকর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। 

[৭] বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। তাদের সব শরিকরা চায় নৌকা। মুখে বলে অংশ গ্রহনমুলক নির্বাচন। কিন্তু সবইতো নৌকা। মাঝি একজনই। যত খুদ কুঁড়ো পার্টি এবং স্বতন্ত্র নির্বাচনের মুলো খেতে গেছে, সব এক ছাতার নীচের বাসিন্দা।

[৮] রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির ১১০ জন নেতাকর্মী, আহত হয়েছেন ১৫ জন এবং মামলা দায়ের করা হয়েছে ৫টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৩৬ জন নেতাকর্মীকে।

[৯] রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপিসহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন সমমনা দল ও জোটের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হবে। খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি, নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিবি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়