শিরোনাম
◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৫২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরাকাবায় বসে আল্লাহকে নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন তৈমুর আলম খন্দকার 

বিশ্বজিৎ দত্ত: [২] এক্স হ্যান্ডেলে লণ্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভূট্টো তৃণমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারের ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন না। এ বিষয়ে আজকে তাকে টেলিফোনে জিজ্ঞাস করলে তিনি বলেন, রূপগঞ্জবাসী আমাকে সেখানে নির্বাচন করতে বলেছে। সেখানেই নির্বাচন করবো। ৫ এ নির্বাচন করবো না। তবে আজ বিকালে আমি মোরাকাবায় বসবো। আমার আল্লাহকে জিজ্ঞাস করবো কোথায় নির্বাচন করা যাবে।  

[৩] ভিডিওতে দেখা যায়, তৈমুর আলম খন্দকারকে কোন এক ব্যাক্তি ফোন করেন। তিনি সালাম দিয়ে ফোনটি ধরেন। তারপর তিনি বলতে থাকেন আমার যা বলার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলে এসেছি। আমি রুপগঞ্জ থেকে নির্বাচন করবো। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করবো না। এ অবস্থায় কথার বর খেলাপ করবো না। নিশ্চই গাজীর (রূপগঞ্জের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী) থেকে ভায়েস হয়ে উনারা এসব কথা বলছে। এই অবস্থায় কথার পরিবর্তন করবো না। যার সামনে কথা বলার তাকেই বলে আসছি। যদি পরিবর্তন করতে হয় তবে যার সামনে বলে এসেছি তার সামনে আবার বলার ব্যবস্থা করেন। সেখানে পল্টাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। একদম এডামেন্ট থাকবো। গিনিপিগ মনে করে। আমারে দিয়া যা ইচ্ছা তা করাইবো। এরপর ফোনটি রেখে দেন। 

[৪] ফোন রাখার পর তৈমুর আলম খন্দকার নিজে নিজেই কিছু স্বগোক্তির মতো কথা বলেন, পাগল বানাইয়া দিল। কয়দিন আর আইজ আছি কাইল নাই। ভিডিওটির বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এটি আমারই ভিডিও।  

বিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়