শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের একতরফা নির্বাচন তাদের জন্য আত্মঘাতী: নুর

শহীদুল ইসলাম: [২] সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন সংলগ্ন আল রাজী কমপ্লেক্সের সামনে সরকারের পদত্যাগ ও একতরফা তফসিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ কথা বলেন। 

[৩] এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে নুরুল হক নুর বলেন, নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকে ভাগবাটোয়ারার জন্য লাইন দিয়েছে। কাজেই এখন কারা দেশপ্রেমিক, কারা সুবিধাবাদী দালাল- সেটা চেনার সময়।

[৫] তিনি বলেন, সরকারের হাতে এখনো সুযোগ আছে। আমাদের পরিষ্কার দাবি, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তা নাহলে হরতাল-অবরোধের পর প্রয়োজনে অসহযোগ কর্মসূচি ঘোষণা হবে।

[৬] পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আমরা প্রতিটা দিন হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। অথচ আওয়ামী লীগ লাঠিসোঁটা হাতে উন্নয়ন ও শান্তি সমাবেশ করছে। সরকারের মন্ত্রী-এমপিরাও বলছে, গজারি, লগি-বৈঠা নিয়ে রাস্তার নামার জন্য। 

[৭] আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়