শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশের হাসপাতালে যোগাযোগ করছে পরিবার 

অনুমতি পেলে জার্মানিতে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে  

বেগম খালেদা জিয়া

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে- এ ব্যাপারে আশাবাদী তার পরিবার ও বিএনপি। 

[৩] খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানায়, অনুমতি পাওয়ামাত্রই যাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়া যায়, এজন্য তারা হাসপাতালগুলোর খোঁজখবর নিচ্ছেন। পরিবারের পছন্দ  জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা সিঙ্গাপুরের কোনো হাসপাতাল। 

[৪] ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত জামার্ন চার্জ ডি অ্যাফির্য়াসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  জামার্ন দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। 

[৫] বিএনপি চেয়ারপারসন এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরেই তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়ে আসছে। 

[৬] বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, তার সামগ্রিক অবস্থা জটিল থেকে আরো জটিলতর হচ্ছে। লিভার সিরোসিসের কারণে তার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। এখানে দেওয়ার মত আর কোনো চিকিৎসা আমাদের নেই। তার লিভার প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। এই ধরনের চিকিৎসা যেসব দেশে সবচেয়ে ভালো হয় তার মধ্যে অন্যতম জার্মানি। 

[৭] গত সোমবার বেগম জিয়ার ছোট  ভাই শামীম ইস্কান্দার তার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রালয়ে আবেদন করেন। আবেদনটি এখন যাচাই বাছায়ের জন্য আইনমন্ত্রণালয়ে রয়েছে। গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় অনুমতির বিষয়টি আটকে আছে। তবে পরিবারের সদস্যরা আশাবাদী, অফিস খোলার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি মিলতে পারে।

[৮] এদিকে বেগম জিয়াকে জার্মানি নেওয়া হতে পারে, এমন খবরে সব ধরনের সহযোগিতার প্রস্তুতি নিয়েছেন সেখানকার বিএনপি নেতা-কর্মীরা। জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া জানান, জার্মানিতে ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য আনা হতে পারে বলে জানতে পেরেছি। আমরা খুবই খুশি। ম্যাডাম চিকিৎসার জন্য জার্মানিতে আসলে তার যে ধরনের সহযোগিতা প্রয়োজন তার সবই করতে আমরা প্রস্তুত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়