রিয়াদ হাসান: [২] সরকার পতনের একদফা দাবিতে ডাকা আমিনবাজারে সমাবেশের মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার মধ্য রাতে মঞ্চ ভাঙচুরের পর সোমবারের সমাবেশ কর্মসূচি স্থগিত করে দলটি। স্থগিতকৃত ওই সমাবেশটি বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) করার ঘোষণা দিয়েছে বিএনপি।
[৩] সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত চিশতিয়া ফিলিং স্টেশনের পাশে বালুর মাঠে মঞ্চের বাঁশ খুঁটি মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
[৪] ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে জানান, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না। আমি ওসিকে জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন?
[৫] ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক অভিযোগ করে জানান, বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর গত সাত দিন আগে সমাবেশের জন্য আবেদন করা হলে ৪ দিন আগে অনুমতি দেওয়া হয়। কিন্তু রোববার রাত ২টার সময় তাদের জানানো হয় একই স্থানে আওয়ামী লীগের আরেকটি প্রোগ্রাম থাকায় সংঘর্ষের আশঙ্কায় অনুমতি বাতিল করা হয়েছে।
[৬] এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) (এএসপি) আব্দুল্লাহ হিল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগটি হাস্যকর। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি