রিয়াদ হাসান: [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
[৩] হাসপাতাল থেকে বের হয়ে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল। বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এখানে তার চিকিৎসা সম্ভব নয়।
[৪] তিনি বলেন, তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তিনি একজন নারী, সাবেক প্রধানমন্ত্রী। কোনো টালবাহানা না করে তাকে বাঁচাতে এই মুহূর্তে ব্যবস্থা নিন। তা না হলে এর দায় সরকারকেই নিতে হবে।
[৫] এ সময় রিজভী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি