স্বপন দেব, মৌলভীবাজার: [২] জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রায় ১০ বছর পর আগামীকাল ২৪ সেপ্টেম্বর রোববার জেলা শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
[৩] জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো জেলা শহর। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দিপনা বিরাজ করছে। আর প্রার্থীদের প্রচারে সরব গোটা রাজনৈতিক অঙ্গন। তারা ছুটেছেন দলীয় নেতাকর্মীসহ উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের কাছে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছেন।
[৪] জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি মোঃ নজমুল হক বলেন, ২০১৪ সালে সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে আমাকে সভাপতি এবং মোজাম্মেল হক রাব্বিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। এরপর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তিনি জানান, এই পর্যন্ত সম্মেলনে সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ৫ জন সিভি জমা দিয়েছেন।
[৫] জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এ কে এম আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
[৬] বিশেষ অতিথি- আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। সুব্রত পুরকায়স্থ, সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক। আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। নেছার আহমদ এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি। কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আলহাজ্ব মিসবাহুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান। দেলোয়ার হোসেন, উপ- প্রবাসী সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
[৭] সভাপতিত্ব করবেন- মোঃ নজমুল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, মৌলভীবাজার জেলা ও সঞ্চালনা করবেন মোজাম্মেল হক রাব্বি সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস