শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিরুদ্ধে মামলা খারিজের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ 

মাসুদ আলম: [২] ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

[৩] সমাবেশে বিএনপিপন্থী আইনজীবী নেতারা  বলেন, আমদের ওপর হামলার ঘটনায় বুধবার সকালে মামলার আবেদন করা হয়।  এতে ডিএমপির লালবাগ জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলাম, কোতয়ালী জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত ও কোতয়ালী থানার ওসিসহ নয়জনকে আসামি করা হয়।  বিকেলে মামলাটি খারিজ করা হলো। আইনজীবীদের ওপর হামলার মামলা করলে সিএমএম সাহেবরা খারিজ করে দেন। পুলিশ দিয়ে রাতের ভোট হয়। তাই পুলিশের বিরুদ্ধে মামলা করলে তা খারিজ করা হয়। আইনজীবীদের মন থেকে তো খারিজ হয়নি। আমরা আমাদের এক দফার আন্দোলন চালিয়ে যাবো। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আরও বেগবান হবে। পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

[৪] বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইউনাইটেড ল'ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম ও সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ । 

[৫] উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন ‘ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের’ ব্যানারে  মিছিল নিয়ে মূল সড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশ বাধা দিলে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপিপন্থী আইনজীবীদের ছোড়া ইটের আঘাতে পুলিশ সদস্যরাও আহন হন। পুলিশের লাঠিপেটায়  বিএনপিপন্থী আইনজীবীরাও আহত হন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়