শিরোনাম
◈ বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি ◈ রোডমার্চ বিএনপির নেতাদের দলত্যাগ ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০২:১১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত ইসলামীর সমাবেশ

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নেতাকর্মীর ঢল, সতর্ক অবস্থানে পুলিশ

রিয়াদ হাসান: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আটক নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ডাকা সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সূত্র: আজকের পত্রিকা

শনিবার (১০ জুন) সকাল ১১টার পর থেকেই রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আসতে শুরু করেন তারা। প্রায় ১০ বছর পর প্রকাশ্যে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। 

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের ভেতরে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর কয়েক-শ নেতা-কর্মী হাজির হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংখ্যাও বাড়ছে সমাবেশস্থলে।

সমাবেশস্থলে প্রবেশের সময় দলটির শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মীদের সবাইকে তল্লাশি করতে দেখা গেছে। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সূত্র: ঢাকা মেইল

এদিকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ভেতরে নেতাকর্মীরা লিল্লাহি তাকবীর, আল্লাহ আকবর, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, সহ নানা স্লোগান দিয়ে যাচ্ছে। নেতাদের মুক্তির দাবিতেও স্লোগান দিচ্ছে।

আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এর আগে বেলা সাড়ে ১১টায় মিলনায়তনের দায়িত্ব বুঝে নেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও মুখপাত্র মতিউর রহমান আকন্দ। সূত্র: নয়াদিগন্ত

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর আব্দুলাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আরএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়