শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৫২ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে: ফারুক

রিয়াদ হাসান: আইনমন্ত্রীর প্রসঙ্গ টেনে সাবেক চিফ হুইফ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেন বা না দেন, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনি বলেছেন আর গ্রেপ্তার করবো না, গ্রেপ্তার করতে নিষেধ করবো। আর মামলাও দেবো না। তাহলে অতীতে যে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। অথবা আপনি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ৫২ লাখ বিএনপি নেতাকর্মীদের বিনা কারণে মামলা দিয়ে জর্জরিত করেছেন। বিএনপির এই ৫২ লাখ নেতাকর্মী যদি জেলে যায় প্রেসক্লাব থেকে আমি বলছি, আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। সংসদ আপনাকে ভাঙতেই হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সূত্র: রাইজিংবিডি.কম

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে সংকট তৈরি করেছেন। এই সংকট আপনাদের সমাধান করতে হবে। যদি সমাধান না হয়, তাহলে বিএনপির কাছে সমাধান একটাই, আপনাদের ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাতে বাধ্য হবো।

তিনি বলেন, বাংলাদেশে যাদের চা খাওয়ার পয়সা ছিলো না, তারা এখন ব্যাংকের মালিক। যারা চিনির কেজি ১৫০ টাকা করে, আদার কেজি ৪০০ টাকা করে; যারা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় অথচ তারা মানুষকে বিদ্যুৎ দিতে পারে না। তারাই এক সময় বলে বিদ্যুৎ ঝুড়িতে বিক্রি হয়। তারাই এই কেবিনেট মন্ত্রীদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে মানুষকে কষ্ট দেয়, এটা তাদের ভাষা। সূত্র: ঢাকা পোষ্ট

সাবেক এই চিফ হুইফ আরো বলেন, আমাদের নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার নানাভাবে কটূক্তি করে। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন এবং তাকে বাংলাদেশের রাজনীতি করার সকল সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। আজ এই সরকার সেটা ভুলে গেছে।

কর্মসূচিতে আররো উপস্থিত ছিলেন, জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. মাইন উদ্দীন মজুমদার, সাধারণ সম্পাদক আসাদুল হক (শহিদুল), আলমগীর, হারুন, শাইনসহ প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়