শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের আন্দোলন গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন: দুদু

রিয়াদ হাসান: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া যখন ১৬ টাকা দরে জনগণকে চাল দিয়েছে তখন এ সরকার বলেছিলো দশ টাকা দরে চাল খাওয়াবো। ঘরে ঘরে চাকরি দিবে, কৃষকদের ফ্রি সার দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আজ আশি টাকা দরে চাল কেনে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এ সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে এবারের আন্দোলন হবে গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন। 

শুক্রবার (৯ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷ 

দুদু বলেন, লুটপাট, সীমাহীন দুর্নীতি, কালোবাজারি এখন নিয়মিত ঘটনা। এমন কোনো জিনিস নেই যেটা সাধারণ মানুষের আয়ত্বে আছে। বিশ্বের চোখে আমরা এখন এক অভাবী দেশ।

তিনি বলেন, দেশের পাওয়ার প্লান্টের বড় অংশের চুক্তিই ভারতের সাথে। ভারতে প্রচুর পরিমাণে প্রচুর কয়লা পাওয়া গেলেও আদানি গ্রুপের সাথে চুক্তিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে বিদ্যুৎ উৎপাদন করার কথা বলা  হয়। এমন অস্ত্রচুক্তি কিসের ইংঙ্গিত দেয় সেটা সবাই জানে।  আজ পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সরকারের মধ্যেও একটা ওলট-পালট অবস্থা শুরু হয়ে গেছে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,  প্রতিনিয়ত বিদ্যুৎতের দাম বাড়ছে। ইচ্ছামতো তারা চার্জ কাটছে। কিছুই বলা যাচ্ছে না। গ্রামের অনেক জায়গায় ষোলো থেকে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তাহলে এ ব্যর্থ সরকারের থাকার দরকার কী? যেখানে আওয়ামীলীগ থাকে সেখানে গণতন্ত্র থাকতে পারে না।

তিনি আরো বলেন, পার্লামেন্ট ভেঙ্গে ২০২৩ সালেই এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের সাথে কোন সংলাপ নেই। কারণ শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না। তারা ১৪ ও ১৮ সালে বিশ্বাস ভঙ্গ করেছে। বিএনপি আওয়ামীগের প্রতিপক্ষ নয় বরং প্রতিদ্বন্দ্বী । আমরা সঠিক নির্বাচন ও সংগ্রামের মধ্যেই ক্ষমতায় আসবো।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকারসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়