মাসুদ আলম: ডিএমপি কার্যালয়ের গেট থেকে জামায়াত ইসলামীর ৪ সদস্যের প্রতিনিধি দলকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) বিকেল ৪টা ১৫মিনিটে তাদের আটক করা হয়।
জানা গেছে, আগামী ৫ জুনের বিক্ষোভ কর্মসূচি পালনের সহযোগিতা চেয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। গেটে পৌঁছলে তাদের আটক করে রমনা থানা পুলিশ।
জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন সোমবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে জামায়াতের ঢাকা মহানগরী শাখা। মূলত এই কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএ/টিএবি/এসবি২