এ এইচ সবুজ, গাজীপুর: মে মাসের শেষ সপ্তাহে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র পদে দলের যুগ্ম-মহাসচির মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
শনিবার (১৮ মার্চ) নগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সংগঠনের আমীর চরমোনাই পীর দলের প্রার্থীতা ঘোষণা করেন।
মহানগর সভাপতি আলহাজ¦ ফাইজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত তৃণমূল সম্মেলনে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, গাজীপুর মহানগরের সিনিয়র সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ প্রমূখ।
গাজীপুর মহানগরীকে মডেল সিটি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করে ঘোষিত প্রার্থীকে হাত পাখা প্রতীক তুলে দিয়ে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচীত করার আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনের ভোট তিন ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা শেষে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে সূত্র জানায়।
প্রতিনিধি/জেএ