শিরোনাম
◈ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেচে নিয়েছে:  চুন্নু

মোঃ মুজিবুল হক চুন্নু

শাহীন খন্দকার: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেচে নিয়েছে। তাই দেশের মানুষ এখন আতঙ্কে আছে। তিনি বলেন, দেশের মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

মঙ্গলবার(২৯নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল এর সভাপতিত্বে সম্মেলনে মোঃ মুজিবুল হক চুন্নু আরো বলেন, আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই দূর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে।দেশের মানুষ আজ তাদের উপর বিরক্ত। মানুষ আর বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি। মানুষ চায়  জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাক।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি মহাসচিব আরো বলেন, বাংলাদেশে ৫ কোটি মানুষ বেকার, তাদের নিয়ে আওয়ামী লীগ বিএনপির কোন চিন্তা নেই। তাদের চিন্তা ক্ষমতায় থাকা নিয়ে। আরও বলেন, জাতীয় পার্টি কখনো ছাত্র সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবে না। হরতালের নামে ছাত্র সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না জাতীয় পার্টি।

তিনি বলেন, জাতীয় পার্টি কোন জোটে নেই। জাতীয় পার্টি তাই তিনশো আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব আরো বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলন করতে দিচ্ছে না আওয়ামীলীগ। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। তিনি উল্লেখ করে বলেন, বিএনপি ১৯৯১-৯৬ সালে ক্ষমতা ছিলো তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা রাস্তায় নামতে পারতো না। জাতীয় পার্টিকে মিছিল-মিটিং করতে দেয়নি বিএনপি।

তিনি বলেন, আওয়ামীলীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত পার্থক্য নেই। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্র চর্চায় জাতীয় পার্টি কাজ করবে। তিনি বলেন,  জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে। জাতীয় পার্টির অগ্রযাত্রা কখনো রোধ করা যাবে না। 

এসময় জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ৫২, ৬২, ৬৯ ও ৭১- দেশের ছাত্র সমাজ গৌরবোজ্জল ভুমিকা রেখেছে। পল্লীবন্ধুর অবদান দেশের মানুষ এখনো কৃতজ্ঞচিত্তে স্মরণে রেখেছে। দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এসময়ে উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা ড.নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম তালুকদার এমপি, এডভোকেট জহিরুল হক জহির প্রমুখ।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়