শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে জায়গা হয়নি সাক্কু-কায়সারের

কর্মীদের কাতারে সাক্কু-কায়সার

শাহাজাদা এমরান : গত ১৫ জুনের কুমিল্লা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। একই কারণে বহিষ্কার হয়েছেন  স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের  সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে। গত প্রায় এক মাস ধরে সমাবেশ সফল করতে দিনরাত এক করে প্রচারণা চালিয়েছেন পৃথকভাবে  সাক্কু-কায়সার।

শনিবার সকালে সম্মেলনস্থলে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাক্কু। তবে মঞ্চে উঠতে দেখা যায়নি তাকে। একই অবস্থা কায়সারেরও। এই দুই নেতাই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নিজ নিজ কর্মীদের কাতারে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থল টাউন হলের রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে নেতাকর্মীদের নিয়ে  অবস্থান করছেন সাক্কু। আর নিজাম উদ্দিন কায়সার ওই মঞ্চের কিছুটা দূরে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছেন।

সমাবেশের মাঠে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। হাজার হাজার নেতা-কর্মীকে গত চারদিন ধরে খাবার ও থাকার ব্যবস্থা করেছি। সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯ টায় টাউন হলে এসেছি। কর্মীদের সঙ্গে মাঠে আছি।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি বিএনপির রাজনীতি করি। কি পরিস্থিতিতে নির্বাচন করেছি সবাই জানেন।  দলকেও বিষয়টি জানিয়েছি।  সমাবেশস্থলে এসেছি বিএনপির কর্মী হিসেবে। বিএনপি আমার রক্তের  সঙ্গে মিশে আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়