শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে জায়গা হয়নি সাক্কু-কায়সারের

কর্মীদের কাতারে সাক্কু-কায়সার

শাহাজাদা এমরান : গত ১৫ জুনের কুমিল্লা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। একই কারণে বহিষ্কার হয়েছেন  স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের  সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে। গত প্রায় এক মাস ধরে সমাবেশ সফল করতে দিনরাত এক করে প্রচারণা চালিয়েছেন পৃথকভাবে  সাক্কু-কায়সার।

শনিবার সকালে সম্মেলনস্থলে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাক্কু। তবে মঞ্চে উঠতে দেখা যায়নি তাকে। একই অবস্থা কায়সারেরও। এই দুই নেতাই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নিজ নিজ কর্মীদের কাতারে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থল টাউন হলের রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে নেতাকর্মীদের নিয়ে  অবস্থান করছেন সাক্কু। আর নিজাম উদ্দিন কায়সার ওই মঞ্চের কিছুটা দূরে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছেন।

সমাবেশের মাঠে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। হাজার হাজার নেতা-কর্মীকে গত চারদিন ধরে খাবার ও থাকার ব্যবস্থা করেছি। সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯ টায় টাউন হলে এসেছি। কর্মীদের সঙ্গে মাঠে আছি।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি বিএনপির রাজনীতি করি। কি পরিস্থিতিতে নির্বাচন করেছি সবাই জানেন।  দলকেও বিষয়টি জানিয়েছি।  সমাবেশস্থলে এসেছি বিএনপির কর্মী হিসেবে। বিএনপি আমার রক্তের  সঙ্গে মিশে আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়