শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৭:১২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সমাবেশের আগে ‘পরিবহন ধর্মঘট’ না ডাকার কারণ

কুমিল্লায় সমাবেশ প্রস্তুতি

নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির মহাসমাবেশ। দলটির নেতারা বলছেন, মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানো হবে। তবে বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে কুমিল্লা খানিকটা ব্যতিক্রমী হতে। কেননা আগের সমাবেশগুলোতে দু'দিন আগে থেকে সংশ্নিষ্ট এলাকায় ‘পরিবহন ধর্মঘট’ ডাকা হলেও কুমিল্লার বেলায় তা প্রত্যাহার করা হয়েছে। সমকাল

বিএনপির দলীয় সূত্র বলছে, ‘পরিবহন ধর্মঘট’ এর শঙ্কায় সমাবেশ সফল করতে বিএনপির আশপাশের জেলার নেতাকর্মীদেরকে আগেভাগেই কুমিল্লায় পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। তবে বুধবার বিকেলে পরিবহন নেতারা ধর্মঘট না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর স্বস্তি ফেরে দলটিতে।

পরিবহন ধর্মঘট না ডাকার কারণ: 

এ ব্যাপারে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ গণমাধ্যমকে জানান, অন্য বিভাগীয় শহরে ধর্মঘট আহ্বান করার কারণ হলো সেখানকার পরিবহন নেতারা তাদের কিছু দাবি আদায়ের কথা বলেছিলেন। আমাদের কোনো দাবি থাকলে অবশ্যই আমরাও সেটিই করতাম।

তিনি বলেন, ‘ধর্মঘট দিতে সরকারের পক্ষ থেকে যদি চাপ থাকত কিংবা সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকত, তাহলে আমাদের ওপরও তো চাপ থাকত। কই, এমন তো চাপ ছিল না।’ তিনি বলেন, ‘পরিবহন সমিতি একটি ব্যবসায়ী সংগঠন, এখানে বিএনপি সমাবেশ করতে চায় করুক, আমরা বেহুদা ধর্মঘট দেব কেন?’

পরিবহন সমিতির একাধিক নেতা বলেন, ‘ধর্মঘট দিতে কেউ কেউ মতামত দিলেও তা সফল করা নিয়ে অনেক চ্যালেঞ্জিংয়ের বিষয়টি উঠে আসে। কুমিল্লার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী, কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়ক গেছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ত। তাই এসব এলাকার পরিবহন-সংশ্নিষ্টরাও ধর্মঘট দিতে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।’ সম্পাদনা: নাহিদ হাসান

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়