শিরোনাম
◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা টাউনহল ও ঈদগাহ মাঠেই বিএনপি কর্মীদের জুম্মার নামাজ

জুম্মার নামাজ

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লা নগরীতে যে পরিমান মসজিদ আছে গণসমাবেশের জন্য উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের জুমা নামাজের জন্য তা যথেষ্ট না হওয়াতে কুমিল্লার দুই মাঠে হবে আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করা হয় সমাবেশ স্থল কুমিল্লার টাউনহল মাঠ ও কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুম্মার নামাজের দুইটি জামাত হয়। 

সরেজমিনে কুমিল্লার টাউনহল মাঠে ঘুরে দেখা গেছে, নেতাকর্মীরা এখনও ছোট ছোট মিছিল নিয়ে সভার দিকে আসছেন। যারা জেলা উপজেলা থেকে গতরাতেই অবস্থান নিয়েছেন তারা সকালে ঘুম থেকে উঠে মাঠেই অবস্থান করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার টাউনহল মাঠের জামাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি আমিন উর রশীদ ইয়াছিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নেন। টাউন হল জামাতে নামাজের ইমামতি করবেন মুফতি মোহাম্মদ নাঈম। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক ইমামতি করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে।  কয়েক হাজার নেতাকর্মী এই জামাতেও অংশ নেন বলে জানিয়েছেন তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।  

এদিকে কুমিল্লা  ঈদগাহ মাঠে ও টাউন হল মাঠে পৃথক দুটি জামা নামাজের জামায়াত অনুষ্ঠিত হওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়