শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাবে: মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : বিএনপি স্থায়ী কমিটির  অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনি বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছেন। গত ৪০–৪১ বছরের ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ক্রান্তিলগ্ন’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সংকটকাল অতিক্রম করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে দুটি রাজনৈতিক দল—একটি দল ও একটি তাদের সহযোগী দল—নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তারা এই পরিকল্পনা করছে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।

তিনি বলেন, এসব দলের নির্বাচনী প্রচারণা দুর্বল হলেও তারা ক্ষমতায় যাওয়ার হুংকার দিচ্ছে, যা ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব নয়। এ বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিষয়টি অবজ্ঞা না করে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, স্লোগান দেওয়া সহজ হলেও নির্বাচনে জয়লাভ করা কঠিন। তিনি নেতা-কর্মীদের ডোর-টু-ডোর প্রচারণায় যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দীর্ঘদিন নির্বাচনী চর্চা না থাকায় কিছু ঘাটতি থাকতে পারে, তবে সবাইকে মাঠে নামতে হবে।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি এ পর্যন্ত প্রায় ৬ হাজার কর্মীকে বহিষ্কার করেছে। 

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবেন এবং এই দেশকে কোনো প্রতারক, ধান্দাবাজ বা অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডঃ আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়